ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক যানজট মুক্ত
রাত পোহালেই কোরবানির ঈদ। এবার ঈদ উপলক্ষে উত্তরাঞ্চলগামী ঘরমুখো মানুষের সড়কে ভোগান্তির শেষ ছিল না।
গত দুইদিনের মতো রোববারও (১১ আগস্ট) ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে দিনভর থেমে থেমে যানজট, আবার কখনো ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। তবে সন্ধ্যার আগে থেকে ওই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ভোগান্তি দূর করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, বিকেল থেকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। এখন আর যানজট নেই বললেই চলে। তবে এখনো ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাস ও পণ্যবাহী পরিবহন আসছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানজট ও ধীরগতি এখন কোনোটাই নেই। তবে চাপ কমলেও এখনো প্রচুর পরিমাণ গাড়ি আসছে।
বগুড়া হাইওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসাইন জানান, ওই মহাসড়ক বিকেল থেকেই যানজট মুক্ত রয়েছে। মহাসড়কের যানবাহনের চাপ কমতে শুরু করেছে। মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।