বাঘাইছড়িতে সন্ত্রাসীর গুলিতে জেএসএস’র দুই নেতা নিহত

  • আলমগীর মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

বাঘাইছড়ি ম্যাপ

বাঘাইছড়ি ম্যাপ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সংস্কারের ২ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার (১১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলা শহরের বাবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, জেএসএস সংস্কার সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা (৩৮) এবং একই কমিটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার শতসিদ্ধী চাকমা এবং এনো চাকমা বাবু পাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এসময় দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে মৃত্যু নিশ্চত করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

জেএসএস এমএন লারমা দলের নেতা জসি চাকমা এই ঘটনার জন্য জেএসএস সন্তু লারমা দলকে দায়ী করেছেন। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।