চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচলানকারীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত আবদুল্লাহ, ছবি: সংগৃহীত

নিহত আবদুল্লাহ, ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আব্দুল্লাহ (৪০) নামের এক চোরাচালান পাচারকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করেছে পুলিশ। তবে কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি কেউ।

বিজ্ঞাপন

নিহত আব্দুল্লাহ দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকার গোলাম রসূলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ৮৯ নং পিলারের কাছে আব্দুল্লাহর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল্লাহর বিরুদ্ধে এর আগে দামুড়হুদা মডেল থানায় পাচারের সঙ্গে জড়িত থাকায় একাধিক মামলা রয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে জানা যাবে কীভাবে সে মারা গেছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক সাজ্জাত সরোয়ারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তদন্ত ছাড়া কিছু বলতে পারবেন না বলে জানান তিনি।