ভোলায় বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহতদের ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিহতদের ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভোলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে কিছু নিশ্চিত না করলেও পরবর্তীতে ব্রিফিং করে বিষয়টি স্বীকার করেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে প্রেস ব্রিফিং বন্দুকযুদ্ধে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ভোলায় বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

জানা যায়, এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মেঘনা তীরের বাঁধের পাড়ে দুই দল জলদস্যু বন্দুকযুদ্ধে জড়িত হয়েছে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। জলদস্যুরা পুলিশকে দেখে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জলদস্যুরা বরিশালের মেহেন্দিগঞ্জের দিকে ট্রলারযোগে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করে। নিহতরা চরসামাইয়া ইউনিয়নের সৈয়দ আহাম্মেদের ছেলে আল আমিন ও কামাল মিস্তিরির ছেলে মঞ্জুর আলম।

বিজ্ঞাপন

এদিকে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ধর্ষিত ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর বাবা এদের মৃত্যুতে স্বস্তি প্রকাশ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।