চাষাঢ়ায় লেভেল ক্রসিংয়ে বিকল ট্রেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

লেভেল ক্রসিংয়ে ট্রেন বিকল হয়ে পড়ায় দুই পাশে তীব্র যানযট সৃষ্টি হয়/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লেভেল ক্রসিংয়ে ট্রেন বিকল হয়ে পড়ায় দুই পাশে তীব্র যানযট সৃষ্টি হয়/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় লেভেল ক্রসিংয়ে একটি ট্রেন বিকল হয়ে পড়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা থেকে রিলিফ ট্রেন পৌঁছে ট্রেনটি সরিয়ে নেয়।

ট্রেনটির পরিচালক খালেদ মোশাররফ বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বেলা ১টা ৭ মিনিটে চাষাঢ়া রেল স্টেশন ত্যাগ করে ১০০ গজ সামনে এগিয়ে বিকল হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/15/1565869071447.gif

আর এতে করে আটকে যায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের প্রবেশ মুখ। ১টা ২০ মিনিটে ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয় ঢাকা থেকে।

বিজ্ঞাপন

পরবর্তীতে বেলা আড়াইটা নাগাদ বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সড়কের উপর থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। তবে দীর্ঘসময় রাস্তার প্রবেশ পথ আটকে থাকায় পাগলা ও পোস্তগোলাগামী যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়।