যমুনায় নৌকাডুবি: নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে বিয়ের বরযাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্য বেলাল হোসেনের (৩১) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি উচ্চবিদ্যালয়ের পাশে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাভেদ আলী তরফদার (৬৫) নামে আরও এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জানান, সকালে মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশ সদস্য বেলাল হোসেনের লাশ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। বেলাল হোসেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির বডিগার্ড ছিলেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জামুরিয়া এলাকার প্রায় ৩০ জন বরযাত্রীবাহী একটি নৌকা কাজিপুরে আসার পথে সিন্নারচর এলাকায় ডুবে যায়। এতে ঘটনাস্থলেই রেনু বেগম (৬০) নামে এক নারী মারা যায়। তার স্বামী জাভেদ আলী তরফদার ও পুলিশ সদস্য বেলাল হোসেন নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিয়ের নৌকা ডুবে ১ জন নিহত, নিখোঁজ ২