বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মারজিনা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমরুড়া গ্রাম সংলগ্ন বগাজান বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত শিশু মারজিনা আক্তার কুমরুড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের নৌকা ডুবে শিশুর মৃত্যর খবর নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে শিশু মারজিনাসহ চার শিশুকে নিয়ে তার চাচাতো ভাই টিপু মিয়া গ্রামের পাশে বগাজান বিলে নৌকায় চড়ে বেড়াতে যান। এ সময় নৌকাটি বিলের পানিতে ডুবে গেলে শিশু মারজিনা তলিয়ে যায়।
পরে অনেক খোঁজাখুঁজির পর শিশু মারজিনাকে উদ্ধার করে রাতে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।