বনভোজনের বাস উল্টে স্কুলছাত্র নিহত, আহত ৩৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসিটি খালে পড়ে যায়/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসিটি খালে পড়ে যায়/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজবাড়ীর কালুখালীতে মেহেরপুরের গাংনী থেকে আসা একটি বনভোজনের বাস খালে পড়ে শামীম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে বাসের আরও অন্তত ৩৫ জন যাত্রী। আহতদেরকে রাজবাড়ী ও পাংশা উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

নিহত শামীম হোসেন গাংনী উপজেলার খাসমহল গ্রামের শফিউল ইসলামের ছেলে। সে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/16/1565932911951.gif

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার খাস মহলগ্রাম থেকে একটি বাসযোগে প্রায় ৪০ জন পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে যায়। ফেরার পথে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে রাজবাড়ী কালুখালী নামক স্থানে পৌঁছায়। বাস চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি।

পরে স্থানীয়দের সহায়তায় রাজবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শওকত আলী জোয়াদ্দার।