‘বঙ্গবন্ধুর নাম কোনোদিনও মুছে যাবে না’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে একটি বাংলাদেশ, একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের নাম। তাই বাঙালি জাতির মন থেকে বঙ্গবন্ধুর নাম কোনোদিনও মুছে যাবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোক সভায় তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে রাতের অন্ধকারে হত্যা করা হলেও তার নাম এদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র কোনোদিনও সফল হবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশের ঘরে ঘরে জন্ম নেওয়া কোটি কোটি আওয়ামী লীগের সৈনিক প্রস্তুত।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, যুগ্মম সম্পাদক লক্ষি পদ দাস, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন বাবলু প্রমুখ।