যমুনায় নিখোঁজ ২ ভাই
বগুড়ায় সারিয়াকান্দিতে যমুনা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে দুই ভাই নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টায় সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। যমুনার পাকুরিয়া চরে বন্ধুরা মিলে খেলার সময় পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে তীব্র স্রোতে ভেসে যায় ওমর আলী (১৪) ও জাহিদ হাসান (১৩) নামে দুই ভাই।
তারা বগুড়া শহরের আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে। তারা দুইজনই বগুড়ার উপশহরের শাহীন স্কুলের ছাত্র।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরের পর থেকে অভিযান শুরু করে। বিকেলে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। ডুবুরি দল নদীর ভাটিতে তল্লাশি চালিয়ে রাত ৮টা পর্যন্ত সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করেন।
সূত্রে জানা যায়, শুক্রবার বগুড়া উপশহরের শাহিন স্কুল অ্যান্ড কলেজের ১০-১২ জন ছাত্র সারিয়াকান্দিতে যমুনার তীরে বেড়াতে যায়। দুপুর ১টার দিকে কালিতলা ঘাট থেকে তারা নৌকা ভাড়া করে পাকুরিয়া চরে যায়। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর জেগে ওঠা চরে ফুটবল খেলার সময় হঠাৎ করে যমুনা নদীতে বল ভেসে যায়। এ সময় ভেসে যাওয়া বল আনতে নদীতে ঝাঁপ দিলে প্রবল স্রোতে দুই ভাই ভেসে যায়।