কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি নোহা মাইক্রোবাসকে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন।

বিজ্ঞাপন

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মনিরুল ইসলাম ।