কুমিল্লায় ৪ মাদকাসক্তের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুমিল্লার হোমনায় মাদকসেবনের দায়ে চার মাদকাসক্তকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাপ্তি চাকমা তাদেরকে এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শ্রীমদ্দি গাঙকুল বাড়ির আনোয়ারুল হকের ছেলে ফারুক (৩০), হারুন মিয়ার ছেলে জালাল হোসেন (২৬), বাচ্চু মিয়ার ছেলে জামান মিয়া (৩২) এবং হোমনা সদরের মনির মিয়ার ছেলে বিল্লাল (২৫)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পুলিশ শ্রীমদ্দি গ্রামের গাঙকুল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফারুক, জালাল, জামান ও বিল্লালকে আটক করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাপ্তি চাকমা প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।