পরিত্যক্ত টায়ারে মিলল এডিসের লার্ভা
নেত্রকোনায় পরিত্যক্ত গাড়ির টায়ারে পাওয়া গেছে ডেঙ্গু জীবাণু বহনকারী এডিস মশার লার্ভা। এ ঘটনায় রুকন উদ্দিন নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২১ আগস্ট) দুপুরে নেত্রকোনা পৌর শহরের ঢাকা বাসস্ট্যান্ড (হোসেনপুর) এলাকায় এই লার্ভা শনাক্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার কামালের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে নেত্রকোনা সিভিল সার্জন অফিসের কীটতত্ত্ববিদ মঞ্জুরুল হক এই এডিস মশার লার্ভা শনাক্ত করেন।
সরওয়ার কামাল জানান, পৌরসভার সহযোগিতায় নেত্রকোনা-ঢাকা বাসস্ট্যান্ড (হোসেনপুর) এলাকার জনৈক রুকন উদ্দিনের বাড়ির সামনে পতিত জমিতে রাখা পরিত্যক্ত টায়ারে জমা পানি দেখা যায়। পরীক্ষা করার পর তাতে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয় এবং পরিত্যক্ত টায়ার রাখার অপরাধে রুকন উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে পরিত্যক্ত টায়ারগুলো পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় অপসারণ করে পুড়িয়ে ফেলা হয়।
ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সবার আঙিনা পরিষ্কার রাখাসহ পানি জমতে পারে এমন খোলাপাত্র সরিয়ে ফেলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয় বলেও জানান তিনি।
নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম বলেন, ‘জেলায় ডেঙ্গু শনাক্ত করণে অভিযান অব্যাহত রয়েছে।’