পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • ডিস্টিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশা ভ্যান উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী হাইওয়ে পুলিশের পরিদর্শক রাজিবুল করিম জানান, নিহত ব্যক্তি উপজেলার চরমিরকামারিদাইড় পাড়া গ্রামের ননেশ ফকিরের ছেলে ইমন (২০)। তিনি ওই রিকশা ভ্যানের যাত্রী ছিলেন। 

তিনি আরও বলেন,  যাত্রীবাহী বাসটি মহাসড়কের মুন্নার এলাকায় পৌঁছালে পেছন থেকে ব্যাটারি চালিত রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি উল্টে যায়। এ ঘটনায় আহতরা হলেন- দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের হাসান উদ্দিনের ছেলে ভ্যান চালক মোয়াজ্জেম (৩২) ও একই এলাকার বকুল ইসলামের ছেলে সম্রাট (১৯)। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন, ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৮

ফরিদপুরে এবার বাস চাপায় মা-ছেলেসহ ৩ পথচারী নিহত