পটুয়াখালীতে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে কলেজছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নিহত কলেজছাত্রের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতালে নিহত কলেজছাত্রের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পটুয়াখালীতে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হাসানুজ্জামান বাবু (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭টায় শহরের কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু পটুয়াখালী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা আব্দুল জলিলের পুত্র। আব্দুল জলিল ভোলার লালমোহন থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, রাত সাড়ে ৭টায় মোটরসাইকেলযোগে হাসান বাসা থেকে শহরের দিকে যাওয়ার পথে কলেজ রোড অতিক্রমকালে ২নং বাধঘাটগামী টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসানুজ্জামানকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আনোয়ারুল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আশার আগেই তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ধাক্কা লেগে পড়ে গিয়ে মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক টমটমটি জব্দ করা হয়েছে।