সিরাজগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

সিরাজগঞ্জে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২৯ জন। এর মধ্যে গত ১৭ আগস্ট মেহেদী হাসান মীম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলায় আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১১ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এসব হাসপাতালে সব মিলে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা দরকার। পাশাপাশি বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে করে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে। বিশেষ করে যেখানে পানি আটকে থাকে সেই স্থানগুলো সব সময় পরিষ্কার রাখতে হবে। কেউ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন