শিবগঞ্জে গণপিটুনিতে আহত ডাকাত মারা গেছেন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল (৩২) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। রুবেল একই গ্রামের মৃত কসিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রুবেল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতিসহ নিজ গ্রামে চুরি করে আসছিল। রোববার (২৫ আগস্ট) রাতেও এক ব্যক্তির বাগানের আম চুরি করে। পরে তার বাড়ি থেকে ওই আম উদ্ধার করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে রুবেলের দুই পা ভেঙে যায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলকে উদ্ধার করে। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান জানান, রুবেলের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তার লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।