বগুড়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
বগুড়ায় কিশোর রিপনকে অপহরণের ও হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শরনিম আকতার এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সাব্বির, ইউসুফ, সজীব, রিহান ও রাশেদ।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সাব্বির আহম্মেদ বিদ্যুৎ এবং আসামি পক্ষে ছিলেন বিনয় কুমার দাস বিশু।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ নভেম্বর বগুড়া সদর উপজেলার বারোপুর এলাকার কিশোর রিপন নিখোঁজ হয়। পাঁচদিন পর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে চাঁদপুর এলাকায় একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিকটাত্মীয়রা রিপনকে হত্যা করেছে এমন অভিযোগে তার বাবা ফারুক হোসেন মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন।