দিনাজপুরে ডাকাত দলের ৩ সদস্য আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবের হাতে আটক তিন ডাকাত সদস্য, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

র‌্যাবের হাতে আটক তিন ডাকাত সদস্য, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা।

আটক ডাকাত সদস্যরা হলেন-দিনাজপুর সদরের মো. সাইদুর রহমানের ছেলে মো. ইসতিয়াক জামান সুমন (২৩), দিনাজপুর শহরের মধ্য বালুবাড়ি এলাকার মো. আজমল হাবিব চৌধুরী জুয়েল (৫১) ও শহরের রাজবাটি এলাকার মো. খায়রুল আলমের ছেলে মো. পারভেজ আলম গালিব (৩৪)।

বিজ্ঞাপন

র‌্যাব-১৩ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দল ডাকাত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে দিনাজপুর সদর উপজেলার সাদিপুর গ্রামে ডাকতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দিনাজপুর র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন-১ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে আটক করে। তারা তিনজন দীর্ঘদিন ধরে দিনাজপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে দু’টি ছুরি, চাপাতি, নগদ নয় হাজার ২৫৫ টাকা ও নয়টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলেও জানায় র‌্যাব।