আশুলিয়ায় বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের পেছনে ধাক্কা দেয় আরেকটি বাস, ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের পেছনে ধাক্কা দেয় আরেকটি বাস, ছবি: সংগৃহীত

সাভারে আশুলিয়ার কবিরপুর এলাকায় থেমে থাকা দূরপাল্লার দুটি বাসে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি দূরপাল্লা বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের একটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর বেতার কেন্দ্রের সামনে পৌঁছে বিকল হয়ে যায়। এ সময় বিকল বাসটিকে অপর একটি আহাদ পরিবহনের বাসের সাহায্যে রশি বেধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাসের স্টাফ জাহাঙ্গীর ও জলিলসহ আরও দু’জন। এ সময় পেছন থেকে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের জাহাঙ্গীর ও জলিল নামে দুই স্টাফ ঘটনাস্থলেই নিহত হন।

একই পরিবহনের আহত হয়েছে আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

গাজীপুর সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এসআর পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।’