বেনাপোলে পাসপোর্ট যাত্রীকে মারধর, গ্রেফতার ২
ভারত যাওয়ার পথে এক যাত্রীকে আটকে রেখে মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্টথানার বড়আচড়ার হন্যেপোতা গ্রামের আজগার আলীর ছেলে নূরনবী(২৩) ও ভবারবেড় গ্রামের মুকুল হোসেনের ছেলে জামিল আহম্মেদ অসীম (২৯)।
পুলিশ জানায়, বুধবার (২৮) বিকালে বেনাপোল চেকপোস্ট হয়ে ভারত যাওয়ার পথে এক যাত্রীকে দুই যুবক জোরপূর্বক ইজিবাইকে উঠিয়ে ছোটআচড়া নামক একটি গ্রামে নিয়ে তাকে আটকে রাখে। পরে মারধর করে বিকাশের মাধ্যমে আট হাজার টাকা নেয়। যাত্রী ছাড়া পেয়ে পুলিশ অভিযোগ কেন্দ্রে কল করলে ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুর একটায় গ্রেফতারের বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চাঁদাবাজি মামলা করেছে। আসামিদের যশোর আলাদতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয়রা জানান, এক শ্রেণির চিহ্নিত ছিনতাইকারীর খপ্পড়ে পড়ে প্রতিনিয়ত বেনাপোলের বাস ও রেল স্টেশনে ভারতগামী যাত্রীরা সর্বস্ব হারাচ্ছেন। পুলিশ প্রশাসনের দূর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে এমন অপরাধমূলক কাজ দিন দিন বেড়ে চলেছে। এসব অপরাধীদের সাথে পুলিশের এক শ্রেণির সখ্যতা আছে বলেও শোনা যায়।