কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যুৎস্পৃষ্টে নিহত জীবন, ছবি: সংগৃহীত

বিদ্যুৎস্পৃষ্টে নিহত জীবন, ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন হোসেন (৩০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও পশ্চিম পাড়া এলাকার আবিদ হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মনোহরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে বার্তাটোয়েন্টফোর.কম-কে জানান, ইলেকট্রিশিয়ান জীবন সকালে মান্দারগাঁও পশ্চিম পাড়া এলাকার আবিদ হোসেনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যান। এ সময় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।