পাবনায় ৫ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের দণি রামচন্দ্রপুরের সুজন (২৬), চক পৈলানপুরের সম্রাট (৩২), রামচন্দ্রপুরের রাজ্জাক (৪৫), শালগাড়িয়া মহল্লার রবিউল (৩০) ও কাঁচারীপাড়ার সেলিমকে (৪৫) পৃথকস্থান থেকে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সাক্ষ্য প্রমাণ শেষে আটককৃত ৫ জনকে ৪ মাসের করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এবং তা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আসামিদের গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন