সাভারে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা (সাভার)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভার উপজেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

সাভার উপজেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষটি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ব্যবস্থাপক (প্রশাসন) মো: ইউসুফ।

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম খাদিজা (৪২), তিনি আশুলিয়া কলেজের শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী এবং তার গ্রামের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায় বলে জানা গেছে। নিহত খাদিজা বেগম সাভার পৌর ছায়াবীথি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

বিজ্ঞাপন

নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, গত ২৬ আগস্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা নেন। এ সময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারিরিক অবস্থা তুলনামূলক ভাল থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গতকাল বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালের আইসিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।