নারায়ণগঞ্জবাসীকে বিশুদ্ধ বাতাস খাওয়াব: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘২০০ কোটি টাকা দিয়ে আমি নারায়ণগঞ্জবাসীকে বিশুদ্ধ বাতাস খাওয়াব। এখানে মতিঝিল হবে না, এখানে হাতিরঝিল হবে এবং শেখ রাসেল পার্ক করে সেটিই দেখিয়েছি।’
রোববার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের আধুনিক বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে তিনি এই কথা বলেন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে চারুকলার বর্তমান প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০০৬ সালে আমি যখন চারুকলায় যুক্ত হলাম তখন চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল। এখানে এক সময়ে বস্তি ছিল। তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকারের কাছে এটা উচ্ছেদের জন্য আমি ৪০টি চিঠি দিয়েছিলাম। পরবর্তীতে এটার টেন্ডার দিলাম পার্কের জন্য। তারপর এই পার্ক নির্মাণ বন্ধ করার জন্য রেলের মাধ্যমে মামলা করা হলো, ঠিকাদারকে ধরে নেওয়া হলো। স্লিপার চুরি আর গাছ চুরির মামলা দেওয়া হলো। আমাদের বড় ভাইরা এই কাজ করেছেন। তাদের নাম আমি বলতে চাই না। কিন্তু তাদের ভয়ে আমি কাজ বন্ধ করি নাই।’
শেখ রাসেল পার্ক ও চারুকলা ইন্সটিটিউট নির্মাণের পূর্ব প্রসঙ্গ টেনে আইভী বলেন, ‘আমাকে অনেকে বলেছে ২০০ কোটি টাকা দিয়ে কেন বাতাস খাওয়াবেন। এখানে মতিঝিল তৈরি করেন। কিন্তু আমি বলেছি ২০০ কোটি টাকা দিয়ে আমি নারায়ণগঞ্জবাসীকে বিশুদ্ধ বাতাস খাওয়াব। এখানে মতিঝিল হবে না, এখানে হাতিরঝিল হবে এবং শেখ রাসেল পার্ক করে সেটিই দেখিয়েছি।’
উল্লেখ্য, প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট চারুকলা ভবনটি নির্মিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের গভর্নিং বডির সভাপতি আহসানুল কবির চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স সরকার কর্তৃক নাইট উপাধি প্রাপ্ত শিল্পী শাহাবুদ্দিন আহমদ, শিল্পাচার্য জয়নাল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদীন, চারুকলা সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী সামসুদ্দোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী শিশির ভট্টাচার্য, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সামছুল আলম, দাতা সদস্য রফিউর রাব্বি প্রমুখ।