ক্রেতা সেজে অভিযান, ডিবির জালে ৩ অস্ত্র ব্যবসায়ী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়েছে তিন অস্ত্র ব্যবসায়ী। এ সময় উদ্ধার করা হয়েছে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল।

সোমবার (২ সেপ্টেম্বর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার ফরিদুজ্জামান ফরিদ (৩২), বেলাল হোসেন বিপ্লব (২৮) ও শহীদ হোসেন রকি (২৮)।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ক্রেতা সেজে ডিবি পুলিশের একটি দল অস্ত্র কেনার জন্য গ্রেফতারকৃত ফরিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে আসছিল। রোববার (১ সেপ্টেম্বর) রাতে নিশিন্দারা কারবালা এলাকায় একটি ফার্নিচারের দোকানে বিদেশি পিস্তল বিক্রি করতে আসে ওই তিনজন। এর আগে থেকেই ডিবি পুলিশের একটি দল আশপাশে ওঁৎ পেতে ছিল। ক্রেতা সেজে আসা এক ডিবি সদস্য তিনজনের সঙ্গে অস্ত্র দরদাম করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ওই অভিযানে গ্রেফতারকৃত তিনজনের নামে পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছে।