পিতাকে বাঁচাতে গিয়ে ডাকাতের হাতে প্রাণ গেল প্রতিবন্ধীর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে সেকান্দরদী এলাকায় ডাকাতের এলোপাতাড়ি কোপে রেজাউল করিম বিজয় নামের এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত ওই প্রতিবন্ধীর পিতা বেলায়েত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মহসিন আহমেদ জানান, রাতে একদল ডাকাত সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাটের চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক বেলায়েত বাধা দিলে ডাকাতরা তাকে আঘাত করতে থাকে। এমন সময় পিতা বেলায়েতকে বাঁচাতে প্রতিবন্ধী ছেলে রেজাউল করিম বিজয় এক ডাকাতকে জাপটে ধরে। এ অবস্থায় ডাকাতরা প্রাণ বাঁচতে বিজয়কে ধরে বাইরে বের করে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত বিজয়কে স্থানীয় পলাশ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত বেলায়েত হোসেনকে রাতেই চিকিৎসার জন্য প্রথমে পলাশ পরে ঢাকায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে সকালে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।