নোয়াখালীতে বন্দুক-গুলিসহ ডাকাত গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাবের হাতে আটক ডাকাত, ছবি:

র‍্যাবের হাতে আটক ডাকাত, ছবি:

নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইউছুফ (৩৭) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক, এক রাউন্ড গুলি ও ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ইউছুফ ডাকাত আমান উল্যাহপুর ৩নং ওয়ার্ডের ননা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে আমান উল্যাহপুর ননা মিয়ার বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ঘর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ডাকাত ইউছুফকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ইউছুফ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখছিল। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুব্ধ জনগণ কথা বলার বা প্রতিকার চাওয়ার সাহস পেতো না। সে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন