বিয়ের ১২ দিন পর স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
বগুড়ায় প্রেম করে বিয়ের ১২ দিনের মাথায় স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী শাহিন হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শাজাহানপুর থানায় সাংবাদিকদের এ তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের শাকপালা (দীঘির পাড়) এলাকায় শাহীন হোসেনের ভাড়া বাসা থেকে স্ত্রী নুরজাহানের (৪৩) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহীন হোসেনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গলা কাটার কাজে ব্যবহৃত চাকু এবং একটি কোমল পানীয়র বোতল ও ইনজেকশন উদ্ধার করে।
গ্রেফতারের পর শাহীন হোসেন পুলিশকে জানান, ২২ আগস্ট নুরজাহানকে বিয়ে করে ভাড়া বাসায় ওঠেন তিনি। কিন্তু সেই রাত থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ কারণে শাহীন স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। মঙ্গলবার দুপুরের পর শাহীন কোমল পানীয়র সঙ্গে স্ত্রীকে ১০টি ঘুমের ট্যাবলেট খাওয়ান। স্ত্রী অচেতন হলে আবারো তিনটি চেতনানাশক ইনজেকশন পুশ করেন। এরপর সন্ধ্যায় স্ত্রীর দুই হাত গামছা দিয়ে বেঁধে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পালিয়ে যান।
এ ঘটনায় নিহত নুরজাহানের মা আছুবা বেওয়া বাদী হয়ে শাহীন হোসেনের নামে শাজাহানপুর থানায় মামলা করেছেন।