কোম্পানীগঞ্জের চরে ভেসে এলো মরা ডলফিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদী সংলগ্ন চরে মৃত অবস্থায় একটি ডলফিনের বাচ্চা ভেসে এসেছে। ডলফিনটি দেখতে ওই চরে ভিড় জমান স্থানীয়রা।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ডলফিনের মরা ডলফিনটি মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামের নতুন জেগে ওঠা চরে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মাসুম খান মাখন জানান, গত কয়েক দিন ছোট ফেনী নদীতে প্রচণ্ড জোয়ার ছিল। হয়তো স্রোতের সঙ্গে ডলফিনের বাচ্চাটি ভেসে আসে, পরে মৃত অবস্থায় ছোট ফেনী নদীতে ভেসে ওঠে।
গুরুতর আঘাত পেয়ে ডলফিনের বাচ্চাটি মারা যায় বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। মরা ডলফিনের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ বলেন, বুধবার দিবাগত রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জের একটি চরে মরা ডলফিন পড়ে আছে বলে খবর পেয়েছি। তবে স্থানীয়দের কেউ বলছেন ডলফিনের বাচ্চা আবার কেউ বলছেন তিমির বাচ্চা। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সরেজমিনে গিয়ে যথাযথ ব্যবস্থা নেব।