নীলফামারীতে ঋণের দায়ে শ্রমিকের আত্মহত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

মেয়ের বিয়ের সময়ে করা ঋণের দায়ে পাওনাদারদের চাপে মানিক হাজারী (৫২) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।

নিহত মানিক হাজারী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলি কাছারীপাড়া গ্রামের মৃত গঙ্গা হাজারীর ছেলে।

বিজ্ঞাপন

আত্মহত্যাকারী শ্রমিক মানিকের ছেলে মিথুন হাজারী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আমার বোনের বিয়ের সময় বাবা বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার করেছিলেন। বেশ কিছু টাকা পরিশোধ করা হলেও এখনও প্রায় ৫০ হাজার টাকা আমরা পরিশোধ করতে পারিনি।

মিথুন আরও বলেন, পাওয়ানাদারের চাপে বাবা বেশ চিন্তিত ছিলেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পেছনে একটি কড়াই গাছে বাবা গলায় দড়ি দিয়ে আত্মাহত্যা করেছেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।