আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৭

  • ডি‌স্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালী থেকে: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুরের দিকে ছাগলনাইয়া উপজেলার ১০ নং গোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মানিকের সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা নুরনবীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টির সমাধান হয়ে যায়। কিন্তু বিকেলের দিকে ওই দুই নেতাসহ সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আজিজুল হক মানিকসহ উভয়গ্রুপের ৭ জন আহত হয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদের মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী মোবাইলে বলেন, ‘সংঘর্ষের পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমি ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’