নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

মরদেহ উদ্ধারের প্রতীকী ছবি

মরদেহ উদ্ধারের প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুরে সুরিয়া নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর ওয়াজকুরুনি (৩০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৬ আগস্ট) সকালে উপজেলার মাওহা ইউনিয়নের সুরিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে গিয়ে ওয়াজকুরুনি নিখোঁজ হন।

বিজ্ঞাপন

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার মাওহা ইউনিয়নের বাউশালীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কৃষক ওয়াজকুরুনি। বৃহস্পতিবার তিনি বাড়ির পাশে সুরিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন নৌকা নিয়ে নদীতে মধ্যরাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শুক্রবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরিয়া নদীতে অভিযান চালিয়ে ওয়াজকুরুনির মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্য ও ফায়ারম্যান সারোয়ার আলম খান লিংকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে আসার পর আমরা নদীতে আধাঘণ্টা অভিযান চালিয়ে কৃষক ওয়াজকুরুনির মরদেহ উদ্ধার করেছি।’

বিজ্ঞাপন