নোয়াখালীতে বন্দুক ও গুলিসহ জলদস্যু আটক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে বন্দুক, গুলি ও রামদাসহ মো. ইরাক (৩৫) নামের এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় অভিযান চালিয়ে কোস্টগার্ড তাকে আটক করে। আটককৃত ইরাক নিঝুম দ্বীপের বন্দর টিলা এলাকার মহিউদ্দিনের ছেলে।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সাব্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জলদস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে গেলেও কোস্টগার্ড সদস্যরা জলদস্যু ইরাককে বন্দুক ও গুলি, রামদাসহ আটক করেছে।
তিনি আরও জানান, আটককৃত ইরাকের বিরুদ্ধে হাতিয়া থানায় ডাকাতির মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। শুক্রবার তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।