মাদারীপুরে বিদ্যুৎ পেল ১১২৯ পরিবার
'শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি জোনাল অফিসের উদ্যোগে চারটি গ্রামের ১১২৯টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেলো।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন চর দৌলতখান, কালাই সরদারের চর, উত্তর আন্ডারচর ও উত্তর চলবলসহ চারটি গ্রামে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার লাইন নির্মাণ কাজের মাধ্যমে মোট ১ হাজার ১২৯টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকা, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, এজিএম মোঃ সিদ্দিকুর রহমান, এজিএম(এমএস) শ্যামল বাবু, ইউপি চেয়ারম্যান বিভূতিভূষণ বাড়ৈ ও চাঁন মিয়া সিকদার প্রমুখ।