বঙ্গোপসাগরে আবারও ট্রলার ডুবি, নিখোঁজ ৩ জেলে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বঙ্গোপসাগরে আবারও ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে তিন জেলে নিখোঁজ রয়েছে।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে সোনারচর সংলগ্ন এলাকায় পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়ার পূর্ব দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা বাকি ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডুবে যাওয়া ট্রলারের মালিক সিরাজ বদ্দার জানান, অন্য মাছ ধরার ট্রলারের সহযোগিতায় উদ্ধার হওয়া জেলেরা তাকে মোবাইল ফোনে ট্রলার ডুবির ঘটনাটি জানিয়েছেন। এখনও তিন জন জেলে এবং ট্রলারটি নিখোঁজ রয়েছে।

গত কয়েকদিন থেকে সাগর অনেকটা উত্তাল থাকার কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় জেলেরা।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া অপর ট্রলারের ১১ জেলেকে দুবলার চর এলাকা থেকে উদ্ধার করা হয়।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১ জেলে উদ্ধার