সোনাগাজীতে সাপের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

সাপের কামড়ে মৃত মাদরাসা ছাত্রীর মরদেহ, ছবি: সংগৃহীত

সাপের কামড়ে মৃত মাদরাসা ছাত্রীর মরদেহ, ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে বিষাক্ত সাপের কামড়ে ফাহিমা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত মাদরাসা ছাত্রী সৌদি প্রবাসী মাহমুদুল হকের মেয়ে এবং গুণক দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

বগাদানা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন বলেন, ‘ফাহিমা আক্তার শুক্রবার দুপুরে বাড়ির পাশের পাট ক্ষেতে শাক তুলতে গেলে একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। এতে প্রাথমিকভাবে সামান্য ব্যাথা অনুভব করলেও রাত ৮টার দিকে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।