কোম্পানীগঞ্জে খেলা শেষে ফেরার পথে হামলা, আহত ১০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট খেলা শেষে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌধুরীহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা বসুরহাট বাজারের সিনেমা হল সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, বি-জামান উচ্চ বিদ্যালয় মাঠে আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় বনাম ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের মধ্যে ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী বাহনে দুর্বৃত্তরা হামলা চালায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, 'খেলা শেষে ফেরার পথে কিছু গণ্ডগোল হয়েছে শুনেছি। কিন্তু শিক্ষার্থীর ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।'

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।