স্বরূপকাঠিতে কলেজ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
পিরোজপুরের স্বরূপকাঠিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বাকশিসের বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. মহসিন উল ইসলাম হাবুল।
সংগঠনের উপজেলা সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র মৈত্রের সভাপতিত্বে ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরও বেসরকারি শিক্ষকরা অবহেলিত। বেসরকারি শিক্ষকদের যে অর্জন, তা বাকশিসের আন্দোলনের ফসল। সরকারের কাছে অবিলম্বে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। তা না হলে অক্টোবরে সব বেসরকারি শিক্ষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যক্ষ মো. আমিনুর রহমান খোকন, বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হানিফ হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোসাদ্দেক হোসেন ও অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান।
অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাস, মো. দেলোয়ার হোসেন তালুকদার, মোসা. রহিমা খাতুন, রঞ্জন কুমার বৈদ্য, মো. জুলফিকার শরীফসহ অনেকে এ সম্মেলনে বক্তব্য দেন।