পটুয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদরের কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামে দুই শিশুর এবং কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়ায় একটি শিশুর মৃত্যু হয়েছে।
মৃতরা হলো মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলামের মেয়ে রিয়া মনি (৬) ও একই এলাকার আজম আলীর ছেলে হাসান (৫) এবং মঞ্জুপাড়ার ফজলুরর করিম (২)।
স্থানীয় গোলাম আহাদ জানান, দুপুরে রিয়া ও হাসান খালের পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখেন স্বজনরা। এ অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মৃত শিশু দু’টি একে অপরের হাত ধরা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, খেলার সময় প্রথমে যে কোনো একজন পানিতে পড়ে যায়। এ সময় আরেকজন তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে মারা যায়।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে আনার আগেই শিশু দু’টির মৃত্যু হয়েছে।
এদিকে, মঞ্জুপাড়ায় খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে ফজলুরর করিম।