বগুড়ায় সন্ত্রাসীর পা কেটে নিয়েছে আরেক সন্ত্রাসী গ্রুপ
বগুড়ায় হাবিল (৪৫) নামে এক সন্ত্রাসীর একটি পা কেটে নিয়েছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলীর সাবগ্রাম চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাঁশ ঝাড়ে এ ঘটনা ঘটে।
হাবিল চান্দপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার নামে বগুড়া সদর থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মাদকের এবং তিনটি মারপিটের মামলা।
জানা গেছে, হাবিল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার বিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাতে হাবিল ও তার সহযোগীরা চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশ ঝাড়ে মাদক সেবন করছিলেন। হঠাৎ প্রতিপক্ষের সন্ত্রাসীরা সেখানে হামলা চালান। এ সময় হাবিলের সহযোগীরা পালিয়ে যান। এরপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হাবিলকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করেন এবং তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে নিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ এলাকায় তল্লাশি করে হাবিলের কাটা পা উদ্ধার করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, হাবিল চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। মাদক নিয়ে বিরোধের জের ধরে তার পা কেটে নেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।