গর্ভবতী নারীদের ক্ষুদ্র ঋণ দিলে আরও স্বাবলম্বী হবে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মেলনে বক্তব্য দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন এফসিএ, ছবি: সংগৃহীত

সম্মেলনে বক্তব্য দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন এফসিএ, ছবি: সংগৃহীত

গ্রামীণ জনপদের গর্ভবতী নারীদের সরকারি ভাতার পাশাপাশি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করলে তারা আরও স্বাবলম্বী হয়ে উঠবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) লোনের প্রবাহ বাড়ালে দেশের আর্থ সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে বলে জানিয়েছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন এফসিএ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নোয়াখালীতে জনতা ব্যাংকের বিভাগীয়সম্মেলনে শাখা ব্যবস্থাপকদের উদ্দেশে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

নোয়াখালী বিভাগীয় কার্যালয় মহাব্যবস্থাপক মো শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের সিইও অ্যান্ড এমডি আব্দুছ ছালাম আজাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিকরুল হক, চিফ ফিন্যানসিয়াল অফিসার একেএম শরীয়ত উল্যা ও কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক হোসেইন ইয়াহইয়া চৌধুরী।

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী, ফেনী, চাঁদপুরের ৫৫ জন শাখা ব্যবস্থাপক ও এরিয়া প্রধান।