মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক রফিক শাহ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটক রফিক শাহ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নেত্রকোনায় রফিক শাহ নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে নেত্রকোনা পৌর শহরের জয়ের বাজার এলাকা থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক রফিক শাহ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, দুপুরের দিকে জেলা সদরের আসদআটি গ্রামের মানিক মিয়া তার মোটরসাইকেলটি ওই এলাকায় পার্কিং করে পাশে ব্যক্তিগত কাজে যান। পরে তালা ভেঙে মোটরসাইকেল চুরি করার সময় বিষয়টি টের পায় পুলিশ। এরপর রফিক শাহকে আটক করা হয়। এ সময় ডিসকভার ১০০ সিসি মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে আটক চোরের অপর সহযোগী বাচ্চু মিয়া পালিয়ে গেছে। বাচ্চু নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

আটকসহ পালিয়ে যাওয়া চোর চক্রের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।