অস্ত্রের মুখে বান্দরবানে ৬ গ্রামবাসীকে অপহরণ
বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নের সামাখাল পাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে ৬ গ্রামবাসীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- বাসিং অং মারমা (৩০), হ্লামং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিংথোয়াই মারমা (৫৪), থোয়াই মারমা (৬২)। অপরজনের নাম পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দুপুরের দিকে ওই গ্রামে হামলা চালায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ লিবারেশন পার্টির (এমএলপি) ৮-১০ জন সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা পাড়ার লোকজনদের মারধর করে ও বাসাবাড়িতে লুটপাট চালায়। পরে অস্ত্রের মুখে ৬ জনকে অপহরণ করে নিয়ে যায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা সামাখাল থেকে ৬ জনকে অপহরণ করেছে। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।