নাগরপুরে চেয়ারম্যান প‌দে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান প‌দে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সোমবার (১৬ সে‌প্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, গত মার্চে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী পদত্যাগ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বন্যার কারণে নির্বাচন স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

নাগরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানান, নাগরপুর সদর ইউনিয়নে উপনির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগ সমর্থিত কামরুজ্জামান মনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সরাসরি কাউকে মনোনয়ন না দিলেও দলীয় নেতাদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন রফিক, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ফরহাদ হোসেন ও দলীয় নেতা মঞ্জুর মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বুলবুল আহমেদ, এতিম ওয়ালি ও আব্দুল মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও গয়হাটা ইউনিয়নের একটি সংরক্ষিত নারী সদস্য পদে এবং মোকনা ইউনিয়নে একটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন