বরগুনায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনা জেনারেল হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনা জেনারেল হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে এক মাদ্রাসার ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, প্রতিদিনের মতো আজও সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারি থেকে পাউরুটি আনা হয়। সেই রুটি যে শিক্ষার্থী খেয়েছে তারাই অসুস্থ হয়েছে।

মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র জুবায়ের, নাজমুল, সিফাত, মোস্তাফিজুর, তরিকুল, সোহেল জানায়, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটে ব্যাথা শুরু হয়। এরপর শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

বরগুনা জেনারেল হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক সিদ্ধার্থ বড়াল বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে।