১০ চোরাই মোটর সাইকেলসহ আটক ২

  • উপজেলা করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

চোরাই মোটরসাইকেলসহ দুই ব্যবসায়ী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চোরাই মোটরসাইকেলসহ দুই ব্যবসায়ী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দিনাজপুরে ১০টি চোরাই মোটরসাইকেলসহ দুই জনকে আটক করেছে দিনাজপুর র‌্যাব-১৩। সোমবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে কোতোয়ালী থানার রানীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুরের কোতোয়ালী থানার কর্নাই কাটাপাড়ার মাহবুল হকের ছেলে শরিফ আলী (২৬) ও কোতোয়ালী থানার মহারাজপুর বালাপাড়ার মৃত প্রাননেষ বসাকের ছেলে পলাশ বসাক (২৪)।

বিজ্ঞাপন

দিনাজপুর র‌্যাব-১৩ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কোতোয়ালী থানার রানীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০টি চোরাই মোটরসাইকেলসহ শরিফ ও পলাশকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, শরিফ ও পলাশ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছে। র‌্যাব বাদী হয়ে শরিফ ও পলাশের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের সদর কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন