স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আসমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ জানুয়ারি জেলার কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামের ছত্তার সর্দারের ছেলে আলহাজ সর্দারকে পরকীয়া প্রেমের কারণে স্ত্রী আসমা বেগম খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনার পরের দিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম বাদী হয়ে দুই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পরে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি আসমা বেগম দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন আদালত। অন্য আসামিকে অব্যাহতি প্রদান করে।

এই রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।