বুলবুলের প্রভাবে ঘরের চাল ভেঙে গৃহবধূর মৃত্যু

  • ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদারীপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঘরের চাল ভেঙে পড়ে সালেহা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুর ৩টার দি‌কে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম সদর উপজেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আ‌জিজ খা‌নের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, ঘূ‌র্ণিঝড় বুলবুলের প্রভাবে রোববার সকালে জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়া বইতে থা‌কে। দুপুরের দিকে বাতাসের গতি বৃদ্ধি পায়। এ‌তে সদ‌র উপজেলার কয়েকটি গ্রাম বেশ ক্ষতিগ্রস্থ হয়। বেলা ৩টার দি‌কে সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আ‌জিজ খা‌নের দোচালা টি‌নের ঘর বাতা‌সে উ‌ড়ে গিয়ে দুম‌ড়ে-মুচড়ে যায়।

এসময় ঘ‌রের ভিতরে থাকা আ‌জিজ খা‌নের স্ত্রী সা‌লেহার ওপর টিনের একটি চাল পড়লে সে মারাত্মক আহত হয়। প‌রে বাড়ির লোকজন তাকে উদ্ধার ক‌রে মাদারীপুর সদর হাসপাতা‌লে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

বিজ্ঞাপন

সদর হাসপাতা‌লের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, ‘সা‌লেহা বেগম‌কে হাসপাতা‌লে আনার আগেই মৃত্যু হয়। প‌রে পরিবারের লোকজন মরদেহ নি‌য়ে যায়।