নেত্রকোনায় স্থলবন্দর চালুর দাবিতে সংবাদ সম্মেলন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

স্থলবন্দর চালুর দাবিতে সংবাদ সম্মেলন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

স্থলবন্দর চালুর দাবিতে সংবাদ সম্মেলন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের বিজয়পুর এলাকায় দ্রুত স্থলবন্দর চালুর লক্ষে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থলবন্দর উন্নয়ন কমিটি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্থল বন্দর উন্নয়ন কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ। এ সময় জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ভিপি দেব শংকর সাহা রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে স্থলবন্দর উন্নয়নে সোমেশ্বরী নদীতে সিসি ব্লগ নির্মাণ, জারিয়া থেকে বিজয়পুর পর্যন্ত রেললাইন স্থাপন, দুর্গাপুরকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণাসহ চার দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে স্থল বন্দর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার অর্ধশত ব্যবসায়ী ও কর্মরত প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।